পটুয়াখালী

নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, পটুয়াখালীতে গ্রেফতার ৩

By admin

April 27, 2021

 

পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে সোমবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

তারা হলেন টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকার ইউসুফ সিকদার (২১), খলিল সিকদার (৫৫) ও হাসান সিকদার (২৬)।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ওই শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ি থেকে ২২ এপ্রিল সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে তাকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা ২৬ এপ্রিল মামলা করেন।