শিরোনাম

নদীর মাছ বলে রং মেশানো চাষের মাছ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

By admin

November 26, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক ::  বগুড়ায় বাণিজ্যিকভাবে চাষ করা শিং ও মাগুর মাছে ক্ষতিকর রং মিশিয়ে দেশি নদীর মাছ বলে বিক্রির অভিযোগে এক জেলেকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে রাসায়নিক মেশানো ৪০ কেজি মাছ জব্দ করে পার্শ্ববর্তী করতোয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

 

 

আজ শনিবার সকালে শহরের ফতেহ আলী মাছের আড়তে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় তাঁর সঙ্গে সহযোগিতা করে থানা-পুলিশের একটি দল। ওই মাছের আরতের মাছ ব্যবসায়ীর নাম রহিম মণ্ডল।

 

 

ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী বলেন, চাষ করা শিং, মাগুর মাছে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে রঙিন করে দেশি ও নদীর মাছ বলে বিক্রি করা হচ্ছিল। এতে গ্রাহকেরা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি।

 

 

ইফতেখারুল আলম আরও বলেন, অভিযোগের প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী রহিম মণ্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর দোকান থেকে ৪০ কেজি মাছ নিয়ে করতোয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। সেই সঙ্গে মাছে কোনো রকম রাসায়নিক না মেশানোর জন্য বাজারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।