ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২১
বরিশাল নগরীতে সিএনজি চাপায় রিনা বেগম (৪০) নামের এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টারি দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রিনা বেগম নথুল্লাবাদের লুৎফর রহমান সড়কের বাসিন্দা সালাম হাওলাদারের স্ত্রী। ঘটনার পর পরই স্থানীয় জনতা ঘাতক সিএনজি চালককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার স্বজনদের বরাত দিয়ে জানান, ‘ওই নারী মেয়ের জন্য মাছ কিনতে নথুল্লাবাদ বাজারের উদ্দেশে রওয়ানা হন।
রাস্তা পারাপারের সময় আমতলার মোড় থেকে নথুল্লাবাদের উদ্দেশে দ্রুত গতিতে আসা একটি সিএনজি ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটিকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, সিএনজি সহ চালক এয়ারপোর্ট থানায় আটক আছে। তাছাড়া নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক