ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। সোলায়মান আলী লেবু পরিচালিত ছবিটির শুটিং এখনো শেষ হয়নি। এরমধ্যেই নতুন একটি ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন তারা। সিনেমার নাম ‘ট্র্যাপ’। এটি পরিচালনা করছেন দ্বীন ইসলাম।
জয় চৌধুরী বলেন, ‘অপু বিশ্বাস আপুর সঙ্গে কাজ করছি ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার। খুব মজার একটি গল্পে ছবিটি হচ্ছে। ছবিটি মুক্তি না পেলেও আমাদের জুটি রয়েছে আলোচনায়। সেই সুবাদেই আরও একটি সিনেমায় কাজের সুযোগ হলো।
উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমা হলে চলছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপুর নায়ক বাপ্পী চৌধুরী। মুক্তির অপেক্ষায় রয়েছে অপুর ‘ছায়াবৃক্ষ’ সিনেমা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক