ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২
দেশে ফিরেই হাতে হাতকড়া পরতে বাধ্য হলেন নেপালের ক্রিকেটার ও দেশটির জাতীয় দলের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানে। বৃহস্পতিবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
কাঠমান্ডু ডিস্ট্রিক পুলিশও তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। লামিচানে আগেই ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, কখন তিনি নেপালে ফিরছেন, কোন ফ্লাইটে ফিরছেন। তাই পুলিশকে খুব একটা কষ্ট করতে হয়নি।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষড়যন্ত্র ও ভুল বলে দাবি করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লামিচানে।
সূত্র: ইএসপিএন
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক