ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথী সরকারকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
বুধবার রাতে তাকে গ্রেফতারের বিষয়ট নিশ্চিত করেন সিআইডির এএসপি (মিডিয়া) জিসানুল হক। আগামীকাল (বৃহস্পতিবার) সংবাদ সন্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
তিথী সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের (বহিষ্কৃত) ছাত্রী। এর আগে সে সাধারণ ছাত্র অধিকার পরিষদ থেকেও বহিস্কার হয়েছে। তাছাড়া সে বিশ্ববিদ্যালয়ের একটি হিন্দু সংগঠনেরও নেতৃত্ব দেয়।
ধর্ম অবমাননা করে দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে আচমকা রটে যায়, সে নিখোঁজ। তার কোনো সারা পাওয়া যাচ্ছিল না কোথাও। এরই মাঝে রুদ্ধশ্বাস অভিযানে তাকে সিআইডি পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক