ধর্ম অবমাননার কারণে এক সপ্তাহে বহিষ্কার ৫ শিক্ষার্থী

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় গত এক সপ্তাহে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে শাস্তিস্বরূপ সাময়িকভাবে বহিষ্কার করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপ। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ধরনের অভিযোগে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভও করেছেন শিক্ষার্থীরা।

 

সর্বশেষ শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রায়হান রোমানকে সাময়িক বহিষ্কার করা হয়।

 

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যলয় (বুয়েট) কর্তৃপও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উস্কানিমূলক স্ট্যাটাস-কমেন্ট করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গত বুধবার (২৮ অক্টোবর) হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষর্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপ। তারা হলেন প্রতীক মজুমদার ও দীপ্ত পাল পরিবেশ।

 

গত ২৬ অক্টোবর (সোমবার) ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিথী সরকার সাময়িক বহিষ্কার করা হয়।

 

ফেসবুকে সনাতন ধর্মের দেব-দেবী নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী শাকিল হাওলাদারের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ