রাজনীতি

দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

By admin

March 13, 2022

 

নিজস্ব প্রতিবেদকঃ দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেন কাফরুল থানার অন্তর্গত ১৬ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

 

এসময় প্রধান উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য আহসান উল্লাহ চৌধূরী হাসান।

 

লিফলেট বিতরণ শেষে আহসান উল্লাহ চৌধুরী হাসান বলেন, চাল, ডাল, তেল, পিয়াজ, মরিচ, তরিতরকারিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নাভিশ্বাস উঠেছে মধ্য ও স্বল্প আয়ের মানুষের।

আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপি’র সাবেক সহ-সম্পাদক তরিকুল আলম তেনজিন, মিরপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু। ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এনা, কাফরুল থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিপু। ১৬ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক ফজলুর রহমান মন্টুসহ ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।