খেলাধুলা

দেশে ফিরেছেন সাকিব আল হাসান

By admin

November 06, 2020

 

আইসিসি নিষেধাজ্ঞা শেষে যুক্তরাষ্ট্র থেকে এবারই প্রথম দেশের মাটিতে পা রাখলেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। বৃহস্পতিবার রাত ২টা নাগাদ ল্যান্ড করে তার ফ্লাইট। সাকিবকে স্বাগত জানাতে গভীর রাতে বিমানবন্দরের জড়ো হয়েছিল তার ভক্তরা। ছিল গণমাধ্যমেরও উপস্থিতিও।

 

নিষেধাজ্ঞা ওঠার আগেও বাংদেশে এসেছিলেন সাকিব আল হাসান। কিন্তু বাংলাদেশ-শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায় ব্যক্তিগত অনুশীলনের ইতি টেনে আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান তিনি।

 

সামনে কর্পোরেট টি-টোয়েন্টি টার্গেট করেই অনুশীলন শুরু করবেন বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় তারোকা।