জাতীয়

দেশে প্রথমবার এলো করোনা প্রতিরোধী জনসনের টিকা

By admin

January 20, 2022

 

দেশে প্রথমবারের মতো এসেছে জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাস প্রতিরোধী টিকা। কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে এ টিকা এসেছে।

 

বৃহস্পতিবার সকালে ৩ লাখ ৩৬ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়।

 

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, জনসনের টিকাটি এক ডোজের। এর আগে বাংলাদেশে যত টিকা দেওয়া হচ্ছে তার সবগুলোই দুই ডোজের। জনসনের এ টিকা রেফ্রিজারেটরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। কোনো ফ্রিজারের প্রয়োজন হয় না।