জাতীয়

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৬ জন মারা গেছেন

By admin

December 17, 2020

 

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ৩৬ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১৩৬ জন।

 

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।

 

পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ৩৬ জনসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৯২ জনে। আর আক্রান্তের মোট সংখ্যা এখন ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।

 

এর আগে বুধবার (১৬ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৬৩২ জন আক্রান্তের পাশাপাশি মারা যান ২৭ জন।