ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
প্রাণঘাতী মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ১৭৫ জনে।
বৃহস্পতিবার কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।
এতে বলা হয়, এ সময়ে ১৫ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪৮৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ৩০ হাজার। আর এ সময়ে ৬১১ জন সেরে ওঠায় এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৮১ হাজার ৯১৭ জন হয়েছে।
বাংলাদেশে প্রথম করোনা ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। তা সোয়া পাঁচ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়।
এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। যা ছিল অতিসংক্রামক এই ভাইরাসে একদিনের সর্বোচ্চ মৃত্যু।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক