জাতীয়

দেশে একদিনে করোনায় মৃত্যু ২৮, শনাক্ত ১৮৪৭

By admin

November 21, 2020

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৪৭ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩৫০ জনে। মোট শনাক্ত ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে।

 

আজ শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২১ জন। মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।

 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৬৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

এখন পর্যন্ত ২৬লাখ ৩৫ হাজার ২০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।