জাতীয়

দেশে আট মাসে প্রায় ৯০০ নারী ধর্ষণের শিকার

By admin

October 02, 2020

 

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট ৮ মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৮৮৯ জন নারী, যার মধ্যে গণধর্ষণের শিকার ১৯২জন। এ ছাড়াও অপরাধীদের নিষ্ঠুরতার বলি খুন হয়েছেন ৪১ জন। আইন ও সালিসকেন্দ্রের (আসক) সমীক্ষায় এটি উঠে এসেছে।

 

এর বাইরেও ধর্ষণের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন ৯ জন। আর ধর্ষণের চেষ্টা, উপরোক্ত পরিসংখানের চিত্র বলে দেবে এ বিষয়টি। এদের মধ্যে অনেকেই লোকলজ্জার ভয়ে আইনের দ্বারস্থ হন না। যারাও মামলার প্রক্রিয়ায় যাচ্ছেন, তাদের অধিকাংশই বিচারের আশায় দিন কাটাচ্ছেন দীর্ঘদিন ধরেই।

 

এমন অবস্থায় আইন ও সালিসকেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা বলেন, কঠোর শাস্তির বিধান থাকলেও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াটাই শক্তিশালী হয়নি এত বছরেও। ফলে নিয়ন্ত্রণ নেই ধর্ষণের মত অপরাধের।

 

অন্যদিকে, পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি মর্যাদাহীনতাই বাড়ছে একের পর এক ধর্ষণের মতো ঘটনা। নারীর নিরাপত্তায় রাষ্ট্রের জোরালো ভূমিকা জরুরি বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম বলেন, নারীর ক্ষমতায়নের সূচকে আমরা অনেক ওপরে উঠে গেছি। কিন্তু সামাজিক জায়গাগুলোতে নারীকে অজস্র নাগরিক হিসেবে দেখা হচ্ছে। তাকে মর্যাদা দিচ্ছি না।

 

পুলিশ সদর দপ্তরের এআইজি মো. সোহেল রানা বলেন, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এ বিষয়ে সামাজিক শিক্ষা ও সচেতনতা বাড়ানো বেশি জরুরি।

 

সূত্র বলছে, শতকরা ৯৭ ভাগ ভুক্তভোগী, লোকলজ্জা কিংবা অপরাধীদের ভয়ভীতি অথবা বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে আইনের আশ্রয় নেয় না। ধর্ষণের শিকার মাত্র ৩ ভাগ নারী আশ্রয় নেন আইনের।