ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
বসানো হলো পদ্মা সেতুর ৩৫তম স্প্যান। আজ শনিবার (৩১ অক্টোবর) এর কাজ সম্পন্ন হয়েছে। এতে দৃশ্যমান হলো ৫ হাজার ২৫০ মিটার পদ্মা সেতু। সেতুর বাকি থাকলো আর ১ কিলোমিটারেরও কম।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের।
তিনি বলেন, পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী গতকাল শুক্রবার স্প্যানটি বসানোর পরিকল্পনা ছিল। পদ্মা নদীতে চর পড়ে নাব্য সংকট সৃষ্টি হওয়ায় শুক্রবার স্প্যানটি বসানো যায়নি। তবে আজ শনিবার দুপুরে ৮ ও ৯ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে মূল সেতুর ৫ হাজার ২৫০ মিটার।
মাওয়া প্রান্তে এখন দৃশ্যমান প্রায় ১ কিলোমিটার সেতু। আর ৪ টি স্প্যান বসানো হলে মাওয়া প্রান্তের সাথে সংযোগ ঘটবে জাজিরা প্রান্তের।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক