পটুয়াখালী

দুমকি থানার ওসি জাকিরকে নিয়ে অপপ্রচারণা

By admin

May 22, 2025

 

 

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালী জেলাধীন দমকি থানার অফিসার্স ইনচার্জ (ওসি)র বিরুদ্ধে কয়েকদিন যাবত সামাজিক মাধ্যম ফেসবুকে অপপ্রচারণা চালানো হচ্ছে।

 

 

গত ০৩-১২-২৪ তারিখ দুমকি থানায় যোগ দানের পর থেকে দুমকি থানাকে সাধারন জনগনকে সেবার কেন্দ্রে পরিনত করেছেন।

 

 

ও অভিযোগ পাওয়া মাত্র তদন্ত করে সমাধান করার চেষ্টা করেন এবং পটুয়াখালী প্রবেশদ্বারের লেবুখালী পায়রা টোল প্লাজা পুলিশের চেকপোষ্টে জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাপক অভিযান পরিচালনা করে মাদক অস্ত্র ভুয়া ব্যাব এলাকাবাসীর ও ব্যবসায়ীদের ঘুম হারাম করে দিয়েছেন।

 

 

চাঁদাবাজদের বিরুদ্ধে দুমকি থানায় নিয়মিত মামলা রুজু করে চাঁদাবাজি বন্ধ করে দিয়েছেন। উপজেলার অলিতে গলিতে পুলিশ টহল তাই কিছু মহল দুমকি থানার ওসির বিরুদ্ধে ঈর্ষান্বীত হয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাকে ছাত্র লীগের নেতা বানানোর পায়তারা করছেন।

 

 

যতদুর জানা যায় ওসি জাকির হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পড়াশোনা করেছেন যখন পুরো সময় টা রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় ঐক্য জোট। এবং সে নিজেও ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো। তৎকালিন সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া তে ছাত্র লীগের কোন রাজনীতিই ছিলো না। ছাত্র দল এবং ছাত্র শিবিরের দখলে ছিল পুরো ক্যাম্পাস।

 

 

তিনি পড়াশোনা শেষ করে ২০০৮ সালে নির্দলীয় তত্ত্ববোধক সরকারের আমলে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দুমকি থানা এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় জাকির হোসেন দুমকি থানায় যোগদানের পর থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।

 

 

ওসি জাকির হোসেন এর বাড়ি বরগুনা পৌরসভা ০৪ নং ওয়ার্ডে।

 

কেন্দ্রীয় ছাত্র দলের বর্তমান সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, এবং বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব তার এলাকার পরিচিত ও ছোট ভাই। মোবাইল ফোনে তাদের সাথে যোগাযোগ করলে বলেন ছোট বেলা থেকে একই সাথে খেলাধুলা করে আসছি তারা জানান জাকির ভাই ছাত্র জীবন থেকে মেধাবী ছাত্র ছিলেন।

 

 

২০০১ সালে তার পিতা মৃত বরন করলে তিনি লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকতেন। তত্ত্বাবধায়ক সময় এস আই পদে চাকরিতে যোগদান করেন । তিনি কখনোই ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি আমাদের এলাকার গর্ব।

 

 

 

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সোহাগ বলেন জাকির হোসেন ভাই, একই স্থানে বসবাস করি ছোটবেলা থেকে চিনি উনি একজন ভালো মানুষ এবং আমরা যখন দলের মিটিং করতাম তখন আমাদের পাশেই এসে বসতেন এবং একটু সাংস্কৃতিক মনা ছিলেন। কখনোই সে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিলনা।