ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১
পটুয়াখালীর দুমকিতে যাত্রীবাহি মাহিন্দ্র ও গাছভর্তি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র চালক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার লাল খা’র ব্রীজের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার লাল খা’র ব্রীজ সংলগ্ন এলাকায় পশ্চিম দিক থেকে আসা যাত্রীবাহি মাহিন্দ্র’র সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাছভর্তি টমটমের সঙ্গে ধাক্কা লেগে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
এসময় মাহিন্দ্র চালক মো. জয়নাল গাজী (৩৫)কে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মাহিন্দ্র’র যাত্রী একই পরিবারের ৬ জন নারী ও ছয় মাসের শিশু আহত হয়েছে। এদের মধ্যে সাবিহা (১৮) নামের এক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। তাকে রাতেই দুমকি থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে তাকে রাত ১ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার মাথায় মারাত্মক জখম হয়েছে এবং ডান পা ভেঙ্গে গেছে বলেও পারিবারিক সূত্রে জানা গেছে। তার সাথে ৬ মাসের সন্তান ছিল। বর্তমানে শিশুটি সুস্থ আছে। এছাড়া বাকীদের দুমকি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । প্রায় দুই ঘন্টা বাউফল – দুমকি সড়কে যানচলাচল বন্ধ ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক