ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২
দুমকি প্রতিনিধি: দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে গত ৫মার্চ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ উভয় নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের উপর হামলার মামলায় দুমকি উপজেলা বিএনপি’র আহবায়ক মো. খলিলুর রহমানসহ ১০আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
গতকাল বুধবার (৯মার্চ) সকালে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে মামলার ২২জন আসামী হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক ১০জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
জামিন না মঞ্জুর হওয়া আসামীরা হলেন, দুমকি উপজেলা বিএনপি’র আহবায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম, সদস্য মেহেদী হাসান মিন্টু মৃধা, যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ অহিদুল হক, শামীম হাওলাদার, সৈয়দ শাহাদত হোসেন, আনোয়ার হাওলাদার, ছাত্রদলের আহবায়ক গোলাম সরোয়ার, সদস্য লাল মিয়া, জসিম উদ্দিন শম্ভু।
দুমকি থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার ৩নং আসামী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলামকে ৬মার্চ রাতে পুলিশ গ্রেফতার করে কোর্টে সোপর্দ্দ করে।
৯ মার্চ বুধবার ওই মামলার ২৬জন আসামীর মধ্যে ২২জন জামিনের আবেদন করলে ১০জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্ররণের আদেশ দেন আদালত।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক