পটুয়াখালী

দুমকিতে প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ

By admin

April 01, 2023

 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী দুমকি উপজেলা মুরাদিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের আফছানা( ৩৫)বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। একই বাড়ির সম্পর্কে চাচা। আমিনুল ইসলাম (৪৫) এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

 

 

ঘটনার বিবরনে জানা যায়, আমিনুল ইসলাম জমি পাট্টা দেয়ার কথা বলে টাকা নেয়। দু’বছর জমি খাওয়ার পর ভুক্তভোগী আফসান জমি ফেরত নিয়ে টাকা চাইলে আজ না কাল দেব বলে ঘুরাঘুরি করে।

 

 

২৮ মার্চ আমিনুল তার বাড়ির ঐ মেয়েটিকে ঘরের পিছনের দরজা দিয়ে ডেকে টাকা দেয়ার কথা বলে, ঘরে আসার পর আফসানার ঠোঁটে কামড় দেয়, অন্যান্য গোপন অঙ্গে হাত দেয়, তার ডাক চিৎকার শুনে, লোকজন চলে আসলে তাকে ছেড়ে দেয়। পরে সে ছুটে এসে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। বর্তমানে আফসানা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে।

 

 

এ বিষয়ে আমিনুল ইসলামকে একাধিক বার ফোন দিলেও অন্য লোক দিয়ে ফোন রিসিভ করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 

 

দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাসার জানান, এ ঘটনায় একটি মারামারির অভিযোগ পয়েছি। বাদি শ্লীলতাহানির অভিযোগ সংবাদ কর্মীদের কাছে বললেও আমরা সেরকম কোন অভিযোগ পাইনি তবে তদন্তে যদি শ্লীলতাহানির কোন অভিযোগ পাওয়া যায় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।