পটুয়াখালী

দুমকিতে প্রতিবন্ধি যুবক নিখোঁজ

By admin

February 19, 2022

 

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মো.আল আমিন(১৬) নামের এক বুদ্ধি প্রতিবন্ধি যুবক নিখোঁজ হয়েছে।

 

নিখোঁজ যুবকের গায়ের রং র্ফসা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট। নিখোঁজের সময় তার পরণে ছিলো খয়েরি রং এর লুঙ্গি ও গায়ে গেঞ্জি। প্রায় সময় সে একাকি বিড়বিড় করে কথা বলতো।

 

গত ১৮ জানুয়ারি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামের বাড়িতে প্রতিদিনের ন্যায় সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তা সন্ধান পাওয়া যায় নি।

 

এ ব্যপারে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানা ডায়েরি নং ৮৭৯।

 

নিখোঁজ সন্তানের সন্ধান পেতে হতদরিদ্র রিকশা চালক বাবা এখন পাগল প্রায়। কোনো সহৃদয়বান ব্যক্তি যুবকটির সন্ধান পেলে রিকশা চালক পিতা- মো.জাফর চৌকিদার, গ্রাম- আঠারগাছিয়া,ডাকঘর-লেবুখালি, মোবাইল- ০১৭৩৫৪৪৭২৩৮ ঠিকানায় সন্ধান দিতে অনুরোধ জানানো হয়েছে।

 

নবকন্ঠ ডেস্ক/ বরিশাল