ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালী দুমকিতে চাঁদার টাকা না পেয়ে পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলামকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৫ জুন) দুপুরে নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে ৪ নং ওয়ার্ডের সুবিধাভুগী জেলেদের বরাদ্ধকৃত চাউল বিতরণ কালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে আজ নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে সুবিধাভোগী জেলেদের বরাদ্ধকৃত চাউল বিতরণ কালে হোসাইন ও হৃদয়নামে দুই যুবক এসে চেয়ারম্যানের উপর চড়াও হয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন।
এ বিষয় ইউপি চেয়ারম্যান সাংবাদিককে বলেন বেশ কিছুদিন যাবত এরা আমার কাছে চাঁদা দাবী করে আসছে। আমি জেলেদের চাল বিতরণ করতে নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে গেলে হোসাইন ও হৃদয় নামের দুই যুবক আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন।
এ বিষয় অভিযুক্ত হোসাইন ও হৃদয়নামের দুই ব্যাক্তিকে সাংবাদিক পরিচয় ফোন দিলে তার ফোন কেটে দেয়, তাই তাদের বক্তব্য পাওয়া যায় নি।
এ ব্যপারে দুমকি থানা অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন বিষয়টি আমি অবহিত নই এবং এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক