ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি সরকারি জনতা চকলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী দুরারোগ্য টিস্যু ক্যান্সারাক্ত সৌরভের উন্নত চিকিৎসার্থে পথে নেমেছে এ প্রজন্মের কতিপয় উদ্যােমী শিক্ষার্থীরা।
‘আমরা দুমকি বাসী’ নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠনের ব্যানারে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে হাত পেতে ৫/১০-৫০টাকা নিয়ে গত এক সপ্তাহে ৬৩হাজার ৫০০টাকা সহায়তা দিয়ে পাশে দাড়িয়েছে। যদিও তা (টাকার পরিমান) প্রয়োজনের তুলনায় অতি সামান্য, তবুও তা এমুহুর্তে অসহায় সৌরভ পরিবারের কাছে অনেক বড় আশার সঞ্চার করেছে।
শনিবার (৩০ সেপ্টেম্ববর) সকালে প্রেসক্লাব, দুমকির হলরুমে আমরা দুমকি বাসী সংগঠনের উদ্যোগে সৌরভ পরিবারের কাছে আনুষ্ঠানিক ভাবে সহায়তার ৬৩হাজার ৫শ’টাকা হস্তান্তর করা হয়। প্রেসক্লাব, দুমকির সহ-সভাপতি মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, বাবু শঙ্কর কুমার মিত্র, মো. রাজিবুল ইসলাম রন্টি, সংগঠনের সভাপতি সোহেল রানা হিমু, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহম্মেদ তামিম, সাংগঠনিক সম্পাদক লামিয়া আক্তার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মৃধা।
উল্লেখ্য, দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর অত্যন্ত মেধাবী ছাত্র টিস্যু ক্যান্সারাক্রান্ত সৌরভের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন শ্রীরামপুর গ্রামের জামলা এলাকায়। তার পিতার নাম মো. জসিম উদ্দিন। অসচ্ছল পরিবারের একমাত্র সন্তান ঢাকা জাতীয় ক্যান্সার ইনষ্টিটিউটে ভর্তি হওয়া সৌরভের চিকিৎসা নিয়ে পরিবারটি ইতোমধ্যে সহায় সম্বল হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে।
তার উন্নত চিকিৎসা প্রয়োজন। অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম। তাই দেশের দয়ালু বিত্তবান দানশীল ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন অসহায় পিতা-জসিম উদ্দিন। সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৩০৫০৫৮৩৬২( নগদ)
০১৬৪২৫৫৫৪৯২ ( বকিাশ)
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক