রাজনীতি

দুপুরে করোনার বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া

By admin

February 23, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

 

আজ (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার তৃতীয় ডোজ নেবেন তিনি।

 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

 

গত ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল।

 

শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। বর্তমানে গুলশানে নিজের বাসভবন ফিরোজায় আছেন।