জাতীয়

দারাজসহ ২৪ ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব

By admin

November 19, 2021

 

২৪ ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

 

এসব প্রতিষ্ঠানের হিসাব খোলার পরিচিতি, কারা টাকা জমাকারী ও উত্তোলনকারীর বিস্তারিত তথ্য চেয়েছে বিএফআইইউ।

 

ব্যাংক হিসাবের তথ্য চাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- দারাজ, প্রিয়শপ, অ্যামস বিডি, ইনফিনিটি মার্কেটিং, এ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড, ব্রাইট হ্যাশ, আকাশ নীল, গেজেট মার্ট ডট কম, বাড়ি দোকান ডট কম, টিকটিকি, শপ আপ ই লোন, স্বাধীন, শ্রেষ্ঠ ডট কম, আলিফ ওয়ার্ল্ড, বাংলাদেশ ডিল, আস্থার প্রতীক, ই-শপ ইন্ডিয়া, বিডি লাইক, সানটুন, চলন্তিকা, সুপম প্রোডাক্ট ও নিউ নাভানা।

 

সম্প্রতি বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। এদের প্রতিটির বিরুদ্ধেই ‘অস্বাভাবিক’ ছাড়ে পণ্য বিক্রির প্রতিশ্রুতির অভিযোগ বা বিনিয়োগ করা টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে এসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ।