জাতীয়

দাম কমলো সয়াবিন তেলের

By admin

June 26, 2022

 

সয়াবিন তেলের দাম কমেছে লিটারে ৬ টাকা। রবিবার (২৬ জুন) ভোজ্যতেলের নতুন দর নির্ধারণ করে গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন।

 

নতুন দর অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হবে ১৮০ টাকা। বোতলজাত প্রতিলিটার সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা। বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের ক্যান বিক্রি হবে ৯৮০ টাকা।

 

বাংলাদেশ ভেজিটেবর অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নতুন দর আগামীকাল সোমবার (২৭ জুন) থেকে কার্যকর হবে।