পটুয়াখালী

দশমিনায় সরকারি কাজে বাধা, ইসলামী আন্দোলন নেতার কারাদণ্ড

By admin

May 21, 2022

 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী দশমিনা উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগে মজিবুর রহমান আজবাহার প্যাদা নামে ইসলামী আন্দোলনের এক নেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মজিবুর রহমান একজন মৎস্যব্যবসায়ী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দশমিনা শাখার সভাপতি।

 

শুক্রবার (২০ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিউদ্দিন আল হেলাল অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদের অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মজিবুর রহমান কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সরকারি কাজে বাধাপ্রদান করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।

 

ইউএনও মহিউদ্দিন আল হেলাল জানান, ঘটনার দিন উপজেলার নলখোলা বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছিলেন তিনি। এ সময় আজবাহার প্যাদা ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেন। সরকারি কাজে বাধার অভিযোগে তাকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

 

এদিকে আজবাহার প্যাদার বড় ভাই নাসির প্যাদার দাবি, ইউএনওর কাছে তার ছোট ভাই তাদের রেকর্ডিয় জমির ঘর নোটিশ ছাড়া ভাঙার কারণ জানতে চেয়েছিলেন। তিনি সরকারি কাজে কোনো বাধা দেননি।