পটুয়াখালী

দশমিনায় ঘুষ দিতে গিয়ে দুই আ.লীগ নেতা কারাগারে

By admin

January 14, 2021

 

পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূমকে ঘুষ দিতে গিয়ে দুই আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চরহাদীর আব্দুল খালেকের ছেলে জামাল হোসেন সরকারি খাসজমি দখল করে দুটি ঘর নির্মাণ করেন। ওই ঘর সরিয়ে নেয়ার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি)। ঘর রক্ষায় বুধবার দুপুরে ঘুষের টাকা নিয়ে উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার কার্যালয়ে তদবির করতে আসেন চরহাদী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মিস্ত্রির ছেলে আলাউদ্দিন মিস্ত্রি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা কালু হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার। এ সময় তারা সহকারী কমিশনার আবদুল কাইয়ূমকে ঘুষ নিতে বিভিন্নভাবে চাপ দেন।

 

এ ঘটনায় আব্দুুল কাইয়ূম দশমিনা থানায় খবর দিলে পুলিশ আলাউদ্দিন ও সোহেলকে আটক করে। পরে তারা ঘুষ দিতে চাপ প্রয়োগের অভিযোগ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আটক দুজনকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।