পটুয়াখালী

দশমিনায় `ইঁদুরের ফাঁদে’ বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

By admin

May 25, 2021

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইঁদুর নিধনের জন্য পাতা বিদ্যুতের ফাঁদে হাত লেগে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কৃষকের নাম মো. আলমাছ মাতব্বর (৫৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মতিউর রহমান মাতব্বরের ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, সকালে কাজ শেষে কাটাখালীর গ্রামে প্রতিবেশী সুজন হাওলাদারের বন্ধ মুদির দোকানের সামনে বসেন আলমাছ মাতব্বর। ওই টিনসেড মুদির পুরো দোকানে আগে থেকে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতা ছিল। এসময় ওই তার স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হন আলমাছ।

 

পরবর্তীতে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমাছকে মৃত ঘোষণা করেন।

 

দশমিনা থানার ওসি মো. জসিম জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।