বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: দক্ষিণ আমেরিকার মোট জনসংখ্যার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির ফলোয়ার বেশি। বর্তমানে পিএসজির এ তারকার ভক্ত পুরো পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে আছে।
গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বকাপ উপলক্ষে সেটা আরো বেড়ে ৪৭৬ মিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। জানা যায় পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের জনসংখ্যা ৪৩৯ মিলিয়ন। এর ফলে একটি নতুন ইতিহাস সৃষ্টি করলেন মেসি। এতো ফলোয়ার সত্ত্বেও মেসি এ তালিকায় শীর্ষে নন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭৪৭ দশমিক ১ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষে আছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৩৭ দশমিক ৫ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিলের নেইমার। আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে মেসির পরেই আছেন পাওলো দিবালা; তার ফলোয়ার ৬৮ দশমিক ৯ মিলিয়ন।