ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫
গাজা উপত্যকাজুড়ে শনিবার (১৪ জুন) সকালে ইসরায়েলি গুলি ও বিমান হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই একটি ত্রাণকেন্দ্রে খাবারের জন্য জড়ো হয়েছিলেন।
ওয়াফা ফিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজার মধ্যাঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালায়। এর ফলে ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মধ্য গাজা অঞ্চলের আল-আওদা এবং আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ নিহত ও আহতদের এসব হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় নতুন করে ত্রাণ কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৭৪ জন নিহত এবং ২ হাজার জনেও বেশি আহত হয়েছেন।
ইসরায়েলের আগ্রাসনের ফলে এখন পর্যন্ত গাজায় প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ঘনবসতিপূর্ণ অঞ্চলের বেশিরভাগই অংশ ধ্বংস করা হয়েছে। জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অপুষ্টি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক