ত্রাণ চাই না, বাঁধ চাই’ প্ল্যাকার্ড গলায় বক্তব্য দিলেন এমপি

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১

ত্রাণ চাই না, বাঁধ চাই’ প্ল্যাকার্ড গলায় বক্তব্য দিলেন এমপি
নিউজটি শেয়ার করুন

 

 

প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে নিজ এলাকার মানুষের দাবির কথা তুলে ধরলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।

 

বুধবার (১৬ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবির কথা জানান।

 

‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না- বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বক্তব্য শেষ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ইয়াসে ক্ষতিগ্রস্ত আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি গিয়েছিলাম। তখন তারা এই প্ল্যাকার্ড ঝুলিয়ে তাদের দাবির কথা বলেছেন।

 

এর আগে বক্তব্যে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য এস এম শাহজাদা


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ