তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

ডিজেল, কেরোসিন, পেট্রোসহ নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে গণ সংহতি আন্দোল বরিশাল জেলা ও মহানগর কমিটি।

 

শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১১টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালিত হয়। জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলুর সভাপতিত্বে বক্তারা বলেন দেশের হাজারো অসহায় মানুষ ‍আজ জিম্মী। কোন কারন ছাড়াই ডিজেল,কোরিসিন,পেট্রোলের দাম বৃদ্ধি করায় দেশব্যাপি মানুষ পরিবহন সেক্টরের ধর্মঘটের কাছে অসহায় হয়ে পড়েছে। অন্যদিকে বাজারের প্রতিদিনই বিভিন্ন অজুহাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। তাই অভিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রনে এনে সাধারন মানুষকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহবান জানাই।

 

এ সময় ‍আরও ‍উপস্থিত ছিলেন, গণ সংহতি আন্দোলনের সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, (ববি) শিক্ষার্থী ও গণ সংহতি আন্দোলনের সদস্য জামান কবির, সদস্য হাসিব আহমেদ,ছাত্র ফেডারেশনের সভাপতি জাবের মোহাম্মদ, সাকিবুল ইসলাম শাফিন প্রমুখ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ