বিনোদন ডেস্ক : নুসরাত ইমরোজ তিশা। নাটকে নিজের চরিত্রকে কিভাবে ফুটিয়ে তুলতে হয় এ ব্যাপারে সিদ্ধহস্ত এই অভিনেত্রী। নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে এবার তিনি যে চরিত্রে অভিনয় করছেন এমন চরিত্রে এর আগে কখনোই দেখা যায়নি তিশাকে।
সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘ঈদুর বিড়াল’ শিরোনামের একটি নাটকে তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করছেন তিশা। শনিবার উত্তরার একটি শুটিং বাড়িতে নাটকটির শেষ দিনের দৃশ্য ধারণ শেষ চলছিলো। এতে তিশার সঙ্গে আরো আছেন নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। এই নাটকে লাভলু কিডন্যাপার মাসুদের চরিত্রে অভিনয় করছেন বলে জানালেন নির্মাতা।
নাটকটিতে নিজের চরিত্র নিয়ে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘ঈদুর বিড়ালে তৃতীয় লিঙ্গের একজনের ভূমিকায় অভিনয় করলাম। এমন চরিত্রে আগে কখনো কাজ করা হয়নি আমার। সাজিন আহমেদ বাবু ভাইয়ের নির্মাণে নাটকটিতে কাজ করে নতুন এক অভিজ্ঞতা হয়েছে।
নির্মাতা সাজিন আহমেদ জানালেন ঈদে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে নাটকটি। আর টিভিতে আগামী ঈদ আয়োজনে নাটকটি প্রচার হবে।
এদিকে সম্প্রতি ‘ভালোবাস প্রীতিলতা’নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিশা। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাস প্রীতিলতা’ অবলম্বনে প্রদীপ ঘোষ নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্রটি।