ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ টানা তৃতীয় বারের মতো ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রের জন্য জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন তিনি।
এবারের ফিল্মফেয়ার বাংলা ২০২১ আসরে দুটি মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। তবে এবার একটি সিনেমার জন্যই দুই ক্যাটাগরিতে সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার কলকাতায় এই পুরস্কার অনুষ্ঠান আয়োজিত হয়। অতনু ঘোষ পরিচালিত সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান জয়া।
তিনি বর্তমানে ভারতের ঝাড়খণ্ডে নতুন সিনেমা ‘কালান্তর’-এর শুটিং করছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে জয়া আহসান প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার পান। ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য তার হাতে উঠেছিল পুরস্কারটি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক