আন্তর্জাতিক

তিন বছরে ১ লাখ ১২ হাজার দিনমজুরের আত্মহত্যা

By admin

February 14, 2023

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক : ভারতে গত তিন বছরে ১ লাখ ১২ হাজার দিনমজুর আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদব। সোমবার (১৩ ফেব্রুয়ারি) লোকসভায় ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এক পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

 

 

২০১৯ থেকে প্রবল মন্দা দেখা দেয় ভারতে। এরপর ২০২০ থেকে ২০২১ করোনা মহামারি ও লকডাউনের বছর। সেই সময়ে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ আর্থিক অনটনের শিকার হয়।

 

 

কোভিড পরবর্তীকালে তাদের অনেকেই আগের পরিস্থিতিতে ফিরতে পারেনি। এই অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেয় অসংখ্য মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যানই প্রমাণ করে যে দিনমজুরদের পরিস্থিতি নিয়ে সরকারি স্তরে আরও চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে।

 

 

সূত্র: এনডিটিভি