বরিশাল বিভাগ

তালতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান দগ্ধ

By admin

January 31, 2022

 

বরগুনার তালতলীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জহিরুল ফরাজি (২৫) নামের এক লাইনম্যান দগ্ধ হয়েছে। সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ জহিরুল উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের মো. হাফেজ ফরাজির পুত্র।

 

আহত লাইনম্যনের সহকারী মো. জুয়েল জানান, দৈনিক হাজিরা ভিত্তিতে তারা বিদ্যুতের লাইনের কাজ করেন। প্রতিদিনের ন্যায় আজও ছোট বগী ইউনিয়নের চরপাড়া গ্রামে লাইন বন্ধরেখে কাজ করছেন সকাল ১০টা থেকে। এ সময় দুপুরের দিকে হটাৎ বন্ধসংযোগে চালু হলে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত জহিরুলকে উদ্ধার করে তালতলী হাসপাতালে প্রেরণ করা হয়।

 

তালতলী হাসপাতালের কর্তব্যারত চিকিৎসক ডা. সাইদ হাসান সোহাগ জানান, রোগীর শরীর সামনের অংশের বিভিন্ন যায়গা পুড়ে গেছে, এছাড়া বাম পায়ের হাটুর মাংস পুড়ে হারে ক্ষত হয়েছে। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে শেবাচিমে প্রেরণ করা হয়েছে।

 

তালতলী পল্লী বিদ্যুতের ইনচার্জ মো. রফিকুল ইসলাম খান বলেন, তারা বন্ধ সংযোগে কাজ করতে করতে ভুল বসত চালু সংযোগের কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে।