বরগুনার তালতলীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ নামে ২২ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাতীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জুনায়েদ নিশানবাড়ীয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামের মোহাম্মদ মহাসিন মোল্লার ছেলে।
নিহত শিশুর মামা শাহিন ফরাজী জানান, দুপুরে জুনায়েদকে ভাত খাইয়ে ওর মা ভাত খেতে গেলে পিছনের দরজা দিয়ে নেমে যায়। হঠাৎ করে সবার অজান্তে পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় সে।
খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে আবিদকে মৃত ঘোষণা করে।