বরগুনার তালতলীতে খেলার সময় দোলনার রশিতে গলায় ফাঁস লেগে মো. ইসা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার বিকালে উপজেলার কচুপাত্রা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু ইসা উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের কচুপাত্রা গ্রামের আল আমিন হাওলাদারের ছেলে।
পরিবার সূত্র জানিয়েছে, যমজ ভাই ইসা ও মুসা গাছের সঙ্গে রশি দিয়ে তৈরি দোলনায় খেলা করছিল। একপর্যায়ে রশি ইসার গলায় পেঁচালে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির খালু মাহতাব তালুকদার বলেন, দুই ভাই ঘরের পেছনে দোলনায় খেলছিল। হঠাৎ দোলনার রশি গলায় পেঁচিয়ে ইসা মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মার্জিয়া আক্তার বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। তবে তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।