খেলাধুলা

তামিমের করোনা নেগেটিভ , স্বস্তিতে বরিশাল

By admin

December 14, 2020

 

স্পোর্টস ডেস্ক : গেল শনিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ইনিংসের মাঝপথে হঠাৎ অসুস্থতার কথা জানান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। এই অভিজ্ঞ ওপেনার গতকাল রবিবার করোনা টেস্ট করান। রাতেই সেই রিপোর্ট পান তামিম, তাতে করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

 

অধিনায়ক অসুস্থ হয়ে পড়ায় ফরচুন বরিশালের মাথায় হাত পড়েছিল। শেষ পর্যন্ত তাদের জন্য স্বস্তি হয়ে এলো তামিমের করোনা নেগেটিভ রিপোর্ট।

 

রাববার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তামিম। পরে তার নেগেটিভ রিপোর্টের খবর নিশ্চিত করেছে বরিশালের টিম ম্যানেজমেন্ট।

 

ক্লাব কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এখনও তামিমের শরীর দুর্বল। দুর্বলতা কাটাতে ওরস্যালাইন খাওয়ানো হয়েছে তাকে।

 

আজ সোমবার এলিমিনেটরে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে তামিমের খেলা নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর। বেলা সাড়ে ১২টায় মুখোমুখি হবে দুই দল।