সাকিব আল হাসান গত মৌসুমের বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছেন। দলটিকে ফাইনালেও তুলেছিলেন তিনি। কিন্তু শিরোপা জেতাতে পারেননি।
বিপিএলের আগামী মৌসুমে সাকিব খেলবেন রংপুর রাইডার্সে। তার জায়গায় ফরচুন বরিশাল আগেই তামিম ইকবালকে আইকন হিসেবে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে।
এবার ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ঘোষণা করলো তামিমকে। রোববার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে তামিমকে নেতৃত্বভার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
এছাড়া ফরচুন বরিশাল পাকিস্তানের তারকা ক্রিকেটার ফখর জামানের সঙ্গে চুক্তি করেছে। শনিবার বাঁ-হাতি এই মারকুটে ব্যাটারের সঙ্গে চুক্তির বিষয়টি ফেসবুক পোস্টে জানিয়েছে বরিশাল।
বিপিএলের আগামী আসর বসতে পারে জানুয়ারির মাঝমাঝিতে। চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচক হওয়ার কথা। নির্বাচনের পর বিপিএল আয়োজন করতে চায় বিসিবি।