ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১
ঢাকা- স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুরের জেলা প্রশাসন ও কারা অধিদফতরের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে ‘ন্যাচারাল ডেথ (স্বাভাবিক মৃত্যু)’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৪ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মুশতাক গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন। ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ বলছে, মুশতাক বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লেখকের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটির অভিমত এই যে এটা ন্যাচারাল ডেথ (স্বাভাবিক মৃত্যু)। পোর্টমর্টেম রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।’
মন্ত্রী বলেন, ‘সবগুলো কমিটির অভিমত এ রকম। তারা ভিডিও ফুটেজ এবং কারাগারে তার (মুশতাক) সঙ্গে যারা অন্তরীণ ছিলেন, তার রুমে যে কজন ছিলেন, কর্তব্যরত চিকিৎসক-কারাগারে যারা ছিলেন এবং হাসপাতালে যারা নিয়ে গিয়েছিলেন তাদের অভিমত নিয়ে তারা যে রিপোর্টটি প্রদান করেছেন সেখানে তারা এটাকে ন্যাচারাল ডেথ বলছেন।’
সুরতহাল প্রতিবেদনে মুশতাকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘ন্যাচারাল ডেথ মানে এটা অস্বাভাবিক মৃত্যু নয়। সেটাই তারা তাদের তদন্ত রিপোর্টের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন। সবগুলো প্রতিবেদনে আমরা এ তথ্য পেয়েছি। আমরা ফাইনালি পোস্টমর্টেম রিপোর্টের পরে আরও বিস্তারিত জানতে পারব।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক