ঢাকা মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

ঢাকা মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
নিউজটি শেয়ার করুন

 

 

ঢাকা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে কলেজটির এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে।

 

 

তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে নিরাপদ ক্যাম্পাস, আবাসনসহ পাঁচ দাবিতে আন্দোলন করে আসছিল ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ ঘোষণা দিলো কর্তৃপক্ষ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ