ডয়েচে ভেলের সম্প্রচার বন্ধ করল রাশিয়া

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২

ডয়েচে ভেলের সম্প্রচার বন্ধ করল রাশিয়া
নিউজটি শেয়ার করুন

 

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডয়েচে ভেলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার কোনো যৌক্তিক কারণ নেই। একই সঙ্গে এটি রাশিয়া ও জার্মানির সম্পর্ককেও ক্ষতিগ্রস্থ করবে।

 

জার্মানিতে রাশিয়া টুডের (আরটি) সম্প্রচার বন্ধ হওয়ার জেরে নিজেদের দেশে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সম্প্রচার বন্ধ করেছে রাশিয়া। একই সঙ্গে ডয়েচে ভেলেকে ‘ফরেন এজেন্ট’ হিসেবে নেতিবাচকভাবে চিহ্নিত করার উদ্যোগও নিয়েছে দেশটি।

 

শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে বুধবার লাইসেন্স না থাকার অভিযোগে রাশিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া সংবাদমাধ্যম আরটির সম্প্রচার বন্ধ করে দেয় জার্মানি। এর একদিন পরেই বৃহস্পতিবার এমন উদ্যোগ নিল রাশিয়া।

 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জার্মানিতে আরটি নিষিদ্ধের সঙ্গে জড়িত কোনো কর্মকর্তাকেও রাশিয়ায় ঢুকতে দেয়া হবে না।

 

রাশিয়ার এই পদক্ষেপের সমালোচনা করে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডয়েচে ভেলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার কোনো যৌক্তিক কারণ নেই। একই সঙ্গে এটি রাশিয়া ও জার্মানির সম্পর্ককেও ক্ষতিগ্রস্থ করবে।

 

ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। এর মধ্যেই নিজেদের সংবাদমাধ্যম নিয়ে বিরোধে জড়াল জার্মানি ও রাশিয়া।

 

সম্প্রতি বিদেশি অর্থে রাজনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগে ‘ফরেন এজেন্ট’ আখ্যা দিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যম বন্ধ করেছে রাশিয়া।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ