Democratic U.S. presidential candidate and former Vice President Joe Biden speaks during a campaign stop in Detroit, Michigan, U.S., March 9, 2020. REUTERS/Brendan McDermid. TPX IMAGES OF THE DAY

আন্তর্জাতিক

‘ডিসিশান ডেস্কের বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা

By admin

November 07, 2020

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের পরও এখন চলেছে ফলাফলা গণনার পালা। এতে করে উত্তেজনা বিরাজ করেছে দেশটিতে। এমতাবস্তায় জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসে ঘোষণা দিয়েছে ডিসিশান ডেস্ক নামের একটি মার্কিন প্রতিষ্ঠান।

 

জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বাইডেন হলেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন ও টাইমস অব ইন্ডিয়া।

 

ডিসিশান ডেস্ক মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য ও ডেটা বিশ্লেষণকারী একটি প্রতিষ্ঠান। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে।

 

প্রতিষ্ঠানটি জানায়, ২০ ইলেকটোরাল ভোটের গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়াতে জয়লাভ করবেন বাইডেন। তবে এটা বলা যায়, ওই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটসহ মোট ২৭৩টি ইলেক্টোরাল ভোট পাবেন ডেমোক্র্যাট প্রার্থী।

 

তাদের বিশ্লেষণ মতে, এখন পর্যন্ত ২৫৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। এর সঙ্গে নিশ্চিতভাবে পেনসিলভানিয়ার ২০টি ইলেকটোরাল কলেজ ভোটও যুক্ত হয়েছে।