ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। টুঙ্গিপাড়ার খালেকের বাজার এলাকায় দোলা পরিবহনের একটি বাস পাশের একটি যানকে ওভারটেক করতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দোলা পরিবহনের বাসটি বেলা সোয়া ১১টার দিকে টুঙ্গিপাড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। খালেকের বাজার এলাকায় ওভারটেক করতে গিয়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি ডান দিকে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক