ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) রাতে তিনি করোনার নমূনা পরীক্ষার ফলাফলে এই তথ্য জানতে পারেন।
সাংসদের সাথে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক এবং হুগড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা করোনা আক্রান্ত হয়েছেন।
টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামপদ রায় সাংসদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, স্থানীয় সাংসদ হালকা জ্বর অনুভব করায় শনিবার (১৯ ডিসেম্বর) সকালে উনার নমূনা সংগ্রহ করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরে সন্ধ্যার দিকে নমূনার ফলাফল সংগ্রহ করা হলে তাতে তাদের করোনা পজেটিভ আসে।
রামপদ রায় আরো জানান, সাংসদ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তবে তাঁর শরীরে জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ দেখা যায়নি ও শারীরিক অবস্থারও কোন অবনতি হয়নি।
এদিকে পরিবারের পক্ষে সাংসদ ছানোয়ার হোসেনের ছোট ভাই মনোয়ার হোসেন সাংসদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক