বরিশাল

টাঙ্গাইলের নতুন ডিসি জসীম উদ্দিন হায়দার

By admin

November 24, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক ::  টাঙ্গাইলে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জসীম উদ্দিন হায়দার। তিনি এরআগে বরিশাল জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার (২৩ নভেম্বর) রাতে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

 

এতে টাঙ্গাইলসহ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে স্বাক্ষর করেন উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

প্রসঙ্গত, জেলা প্রশাসক (ডিসি) রদবদলের আগে টাঙ্গাইলে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন ড. মো. আতাউল গনি। তিনি (উপসচিব) পদোন্নতি পেয়ে যুগ্ম সচিবের দায়িত্ব পেয়েছেন। তারস্থলে এখন দায়িত্ব পালন করবেন নতুন ডিসি জসীম উদ্দিন হায়দার।