ঝালকাঠি জেলা ছাত্রলীগের কমিটি গঠন সভাপতি মধু সম্পাদক পারভেজ

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠি প্রতিবেদকঃ : ঝালকাঠি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে আব্দুল্লাহ আল মাসুদ মধুকে সভাপতি এবং তরিকুল ইসলাম পারভেজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

মাসুদ মধু এর আগের জেলা কমিটিতে সহ-সভাপতি এবং তরিকুল ইসলাম পারভেজ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

 

শনিবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ঝালকাঠি জেলা ছাত্রলীগের ২৯ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি অনুমোদন দেন। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঝালকাঠি জেলা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

নতুন এ কমিটিতে পঙ্কজ কুমার দে, সোহাগ খান সরওয়ার, শেখ সজিব, উজ্জ্বল মজুমদার ও নাদিম মাহামুদসহ ১২ মোট জনকে সহ-সভাপতি করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন আতিকুল ইসলাম হৃদয়, রইস আহম্মদ অন্তু, অভিজিত শাহ শান্ত ও তওহীদুল ইসলামসহ মোট ৮ জন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তজবী তরিকুল মুছা, মিজানুর রহমান আপন ও আসাদুজ্জামান সৌরভসহ মোট ৭ জন।

 

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঝালকাঠি জেলার আংশিক নতুন এ কমিটি অনুমোদন করার বিষয়টি প্রকাশ করে।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ জুলাই ঝালকাঠি জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটিতে মো. শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও এসএম আল-আমিনকে সাধারণ সম্পাদক করে ঘোষিত হয় কমিটি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ