ঝালকাঠী

ঝালকাঠির এনএস কামিল মাদরাসা দাখিল ফলাফলে শীর্ষে

By admin

November 28, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: দাখিল পরীক্ষার ফলাফলে মাদরাসা বোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা এ বছরও দেশের শীর্ষস্থানে রয়েছে। এ মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ৩৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে ১৮৮ জন জিপিএ ৫ এবং ১৪১ জন ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের প্রতিষ্ঠিত এ মাদরাসা প্রতিবছরই দাখিলের ফলাফলে শীর্ষস্থান অর্জন করে।

 

 

 

মাদরাসার অধ্যক্ষ মুফতি গাজী মো. শহিদুল ইসলাম আজ সোমবার দুপুরে পরীক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে ফলাফল ঘোষণা করেন। এ সময় জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে মাদরাসার ক্যাম্পাস। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে পরীক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়ে।

 

 

 

মাদরাসার অধ্যক্ষ মুফতি গাজী মো. শহিদুল ইসলাম জানান, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসাটি ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপলাভ করেছে। ফলাফলে প্রতিবছরই মাদরাসাটি এগিয়ে থাকে। বর্তমানে এ মাদরাসায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে। অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় দেশের সেরা হয়ে গৌবর অর্জন করে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সাফল্যের জন্য তিনি শুকরিয়া আদায় করেন।

 

 

তিনি বলেন, মুসলিম ঐক্যের প্রতীক আমিরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময় ফিডব্যাক ক্লাস, অভিভাবকদের সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষায় এ প্রতিষ্ঠানটি বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে। তিনি এ প্রতিষ্ঠানটির উন্নতির জন্য শিক্ষক-অভিভাবকসহ সর্বমহলের আন্তারিক সহযোগিতা কামনা করেন।