ঝালকাঠী

ঝালকাঠিতে ৬০০ পিস ইয়াবাসহ নারী আটক

By admin

March 17, 2022

 

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে ৬০০ পিস ইয়াবাসহ সাবরিনা (২২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় পৌরসভার কৃষ্ণকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক সাবরিনা শহরের কাঁসারিপট্টি এলাকার নজরুল ইসলাম হাওলাদারের স্ত্রী।

 

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন।

 

তিনি জানান, আটক নারীর বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।